মীর আখতারের ইজিএমের প্ল্যাটফর্ম পরিবর্তন
পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি মীর আখতার হোসেন লিমিটেডের বিশেষ সাধারণ সভার (ইজিএম) প্ল্যাটফর্ম পরিবর্তন করা হয়েছে। কোম্পানির আসন্ন ইজিএম ডিজিটাল প্ল্যাটফর্মের পরিবর্তে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
সোমবার (২৪ জুন) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামীকাল মঙ্গলবার (২৫ জুন) সকাল ১১টায় কোম্পানির বিশেষ সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফর্মের পরিবর্তে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি আংশিক রূপান্তরযোগ্য ও রিডিমেবল বন্ড ইস্যুতে এ ইজিএম আহ্বান করেছে।
কোম্পানিটি জানায়, হাইব্রিড সিস্টেমের পাশাপাশি অনলাইন এবং শারীরিক উপস্থিতিতেও এ ইজিএমে অংশগ্রহণ করা যাবে। রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের রেড ক্রিসেন্ট বোরাক টাওয়ারের (প্রথম তলা) অ্যাবাকাস কনভেনশন সেন্টারে এ ইজিএম অনুষ্ঠিত হবে।
/এনটি/এসবি/