ঢাকা     শুক্রবার   ০৫ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২১ ১৪৩১

অ্যাকাউন্টের ঘাটতি পূরণে সময় পেলো মশিহর সিকিউরিটিজ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৩, ২৫ জুন ২০২৪  
অ্যাকাউন্টের ঘাটতি পূরণে সময় পেলো মশিহর সিকিউরিটিজ

পুঁজিবাজারের মধ্যস্থতাকারী ব্রোকারেজ হাউজ মশিহর সিকিউরিটিজের কনসোলিডেটেড কাস্টমারস অ্যাকাউন্টের (সিসিএ) ঘাটতি পূরণে সময় বেড়েছে। পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন প্রতিষ্ঠানটিকে এ ঘাটতি পূরণে ছয় মাস সময় দিয়েছে।

সোমবার (২৪ জুন) বিএসইসির সহকারী পরিচালক অমিত কুমার সাহা স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, মশিহর সিকিউরিটিজ লিমিটেডের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের সিসিএর অবশিষ্ট ঘাটতির ২০ শতাংশ পূরণে ৬ মাস সময় দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে বিএসইসি। ব্রোকার সনদ নবায়নের পূর্বে এ ঘাটতি পূরণ করার শর্তে সময় বাড়ানো হয়েছে।

এর আগে গত ২০ মে ঘাটতি পূরণের সময়সীমা বাড়াতে বিএসইসির কাছে আবেদন করে মশিহর সিকিউরিটিজ কর্তৃপক্ষ।

উল্লেখ্য, প্রতিবার ঘাটতি পূরণের জন্য ব্যাংকে টাকা জমা দেওয়ার পর ব্যাংক স্টেটমেন্ট পরবর্তী দুই দিনের মধ্যে কমিশনে জমা দিতে হবে।

এনটি/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ