ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

বিজিআইসির প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ১২ শতাংশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৬, ২৭ জুন ২০২৪  
বিজিআইসির প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ১২ শতাংশ

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি পিএলসির (বিজিআইসি) প্রথম প্রান্তিকের (জানুয়ারি-এপ্রিল, ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা কমেছে।

বৃহস্পতিবার (২৭ জুন) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই-সিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বুধবার (২৬ জুন) অনুষ্ঠিত কোম্পানিটি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আরো পড়ুন:

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৬৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৭৩ টাকা। সে হিসেবে আলোচ্য প্রান্তিকে কোম্পানির মুনাফা কমেছে ০.০৯ টাকা বা ১২ শতাংশ।

হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১.৩৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এনওসিএফপিএস ছিল ১.৬৮ টাকা।

গত ৩১ মার্চ, ২০২৪ কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯.৮২ টাকা।

/এনটি/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়