সমতা লেদারের পর্ষদ সভা ৭ জুলাই

পুঁজিবাজারে ট্যনারি খাতে তালিকাভুক্ত সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের প্রান্তিক প্রতিবেদন সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৭ জুলাই কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
বুধবার (৩ জুলাই) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা আগামী ৭ জুলাই বিকাল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। আলোচিত সভায় ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্তপ্রথম প্রান্তিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ সদস্যদের ওই প্রতিবেদন অনুমোদন সাপেক্ষে শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে প্রকাশ করা হবে।
ঢাকা/এনটি/এনএইচ