২ বিমা কোম্পানির অর্ধবার্ষিকে মুনাফা বেড়েছে
পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত দুইটি কোম্পানির পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন, ২০২৪) ও অর্ধবার্ষিক (জানুয়ারি-জুন, ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য অর্ধবার্ষিক প্রান্তিকে কোম্পানি দুইটির মুনাফা বেড়েছে।
কোম্পানিগুলো হলো- স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড ও ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
সোমবার (২৯ জুলাই) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স: কোম্পানিটির চলতি হিসাব বছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৩৩ টাকা। যার পরিমাণ গত অর্থবছরের একই সময়ে হয়েছিল ১.৩১ টাকা। এতে করে ইপিএস বেড়েছে ০.০২ টাকা বা ২ শতাংশ। এদিকে কোম্পানিটির চলতি হিসাব বছরের ২য় প্রান্তিকে (এপ্রিল-জুন ২০২৪) ইপিএস হয়েছে ০.৬৮ টাকা। যার পরিমাণ গত অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.৬৬ টাকা। এতে করে ইপিএস বেড়েছে ০.০২ টাকা বা ৩ শতাংশ। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১.৮৩ টাকায়।
ক্রিস্টাল ইন্স্যুরেন্স: কোম্পানিটির চলতি হিসাব বছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৬৯ টাকা। যার পরিমাণ গত অর্থবছরের একই সময়ে হয়েছিল ১.৬২ টাকা। এতে করে ইপিএস বেড়েছে ০.০৭ টাকা বা ৪ শতাংশ। এদিকে কোম্পানিটির চলতি হিসাব বছরের ২য় প্রান্তিকে (এপ্রিল - জুন ২০২৪) ইপিএস হয়েছে ০.৮৬ টাকা। যার পরিমাণ গত অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.৮০ টাকা। এতে করে ইপিএস বেড়েছে ০.০৬ টাকা বা ৮ শতাংশ। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪.০৯ টাকায়।
ঢাকা/এনটি/ইভা