৭৩ কোম্পানির আর্থিক হিসাব প্রকাশের তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭৩টি কোম্পানির পরিচালন পর্ষদ চলতি বছরের ৬ মাস বা অর্ধবার্ষিক প্রান্তিক (জানুয়ারি-জুন, ২০২৪ ) ও দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন, ২০২৪) ব্যবসায় সংক্রান্ত সভার তারিখ ঘোষণা করেছে।
সোমবার (২৯ জুলাই), মঙ্গলবার (৩০ জুলাই) ও বুধবার (৩১ জুলাই) এই দিন কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, পরিচালনা পর্ষদ সভায় কোম্পানিগুলোর চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক প্রান্তিক ও দ্বিতীয় প্রান্তিকের ব্যবসায়ীক অবস্থান অনুমোদন করা হবে। একইসঙ্গে স্টেকহোল্ডারদের জন্য তা প্রকাশ করা হবে।
কোম্পানিগুলোর মধ্যে- ২৯ জুলাই বিডি ফাইন্যান্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, নর্দার্ণ ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, এক্সিম ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট, সোশ্যাল ইসলামী ব্যাংক, লিন্ডে বিডি, আইএফআইসি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামীক ব্যাংক, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, যমুনা ব্যাংক, পপুলার লাইফ, পূবালী ব্যাংক, রবি আজিয়াটার, রিল্যায়েন্স ইন্স্যুরেন্স ও ডাচ্-বাংলা ব্যাংকের এ সংক্রান্ত পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
৩০ জুলাই সাউথইস্ট ব্যাংক, ইউনিয়ন ক্যাপিটাল, মিডল্যান্ড ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ম্যারিকো, ইউনিলিভার, তাকাফুল ইন্স্যুরেন্স, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, বাটা সু, গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, প্রিমিয়ার ব্যাংক, প্রাইম ব্যাংক, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, বে লিজিং, ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, আরএকে সিরামিক, ফনিক্স ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স, ইসলামী ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, ইসলামীক ফাইন্যান্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, সন্ধানী ইন্স্যুরেন্স, আল-আরাফাহ ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ইউসিবি ও এনসিসি ব্যাংকের এ সংক্রান্ত পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
৩১ জুলাই ঢাকা ব্যাংক, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, ইস্টার্ন ব্যাংক, প্রাইম ইন্স্যুরেন্স, ইউনাইটেড ফাইন্যান্স, ব্যাংক এশিয়া, আইপিডিসি, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, এবি ব্যাংক, সানলাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, ফনিক্স ফাইন্যান্স, সিকদার ইন্স্যুরেন্স, ফনিক্স ফাইন্যান্স, রূপালি ব্যাংক, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, দেশ জেনারেল ইন্স্যুরেন্স ও সিটি জেনারেল ইন্স্যুরেন্সের এ সংক্রান্ত পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা/এনটি/ইমন