মুনাফা থেকে লোকসানে গোল্ডেন জুবিলি ফান্ড
পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ডের চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন, ২০২৪) ও অর্ধবার্ষিক (জানুয়ারি-জুন, ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী অর্ধবার্ষিক প্রান্তিকে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা থেকে লোকসানে নেমেছে।
মঙ্গলবার (৬ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, ফান্ডটির চলতি হিসাব বছরের ৬ মাসে ইউনিটপ্রতি লোকসান (ইপিইউ) হয়েছে (১.৪৭) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা ছিল ০.১৫ টাকা। ফলে আলোচ্য প্রান্তিকে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা থেকে লোকসানে নেমেছে।
এদিকেফান্ডটির চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে ইউনিটপ্রতি লোকসান হয়েছে (০.৩৪) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা ছিল ০.১১ টাকা। ফলে আলোচ্য প্রান্তিকে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা থেকে লোকসানে নেমেছে।
গত ৩০ জুন কোম্পানিটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ৮.৫৯ টাকায়।
ঢাকা/এনটি/ইমন