ঢাকা     শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৫ ১৪৩২

জনতা ইন্স্যুরেন্স ও রূপালী লাইফের পর্ষদ সভা স্থগিত

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪২, ৬ আগস্ট ২০২৪   আপডেট: ১৩:৪৩, ৬ আগস্ট ২০২৪
জনতা ইন্স্যুরেন্স ও রূপালী লাইফের পর্ষদ সভা স্থগিত

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পর্ষদ সভা স্থগিত করা হয়েছে। 

মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল ৩টায় কোম্পানি দুইটির পর্ষদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। 

জনতা ইন্স্যুরেন্স: কোম্পানিটি জানিয়েছে, পরবর্তীতে পর্ষদ সভার নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে। আলোচিত সভায় ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

রূপালী লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটি জানিয়েছে, পরবর্তীতে পর্ষদ সভার নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে। আলোচিত সভায় ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিক ও ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

ঢাকা/এনটি/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়