ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডিএসইতে লেনদেনের শীর্ষে ট্রাস্ট ব্যাংক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৬, ৬ আগস্ট ২০২৪  
ডিএসইতে লেনদেনের শীর্ষে ট্রাস্ট ব্যাংক

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মঙ্গলবার (৬ আগস্ট) সূচকের বড় উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন আগের কার্যদিবসের চেয়ে ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। পাশাপাশি উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনের শীর্ষে উঠে এসেছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড।

ডিএসই সূত্রে জানা গেছে, মঙ্গলবার ট্রাস্ট ব্যাংকের ৪৮ কোটি ৩৫ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা উত্তরা ব্যাংকের ৪৩ কোটি ৭১ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৩ কোটি ৭৯ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে অগ্নি সিস্টেমস লিমিটেড।

মঙ্গলবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো—টেকনো ড্রাগস লিমিটেড, স্কয়ার ফার্মা, সিটি ব্যাংক, ইউনিলিভার, বিএটিবিসি, সি পার্ল বিচ, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এনটি/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়