ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের নতুন সিইও নিয়োগ
পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দিয়েছে।
বুধবার (১৪ আগস্ট) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নতুন সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন উত্তম কুমার সাধু, এফসিএমএ, এফসিএস।
তিনি গত ৩১ জুলাই থেকে কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজে যোগদান করেছেন।
ঢাকা/এনটি/ইভা