স্ত্রীকে শেয়ার উপহার দেবেন সাউথবাংলা ব্যাংকের প্লেসমেন্টধারী
পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি এসবিএসি ব্যাংক পিএলসির সাবেক পরিচালক ও একজন প্লেসমেন্ট শেয়ারহোল্ডার তার স্ত্রীকে শেয়ার উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন।
রোববার (১৮ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, এসবিএসি ব্যাংক পিএলসির প্লেসমেন্ট শেয়ারহোল্ডার মোহাম্মদ নেওয়াজ। তিনি তার স্ত্রী সুফিয়া বেগমকে ৭০ লাখ ৬৫ হাজার শেয়ার উপহার হিসেবে পাঠাবেন।
আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেডিং সিস্টেমের বাহিরে উল্লেখিত পরিমাণ শেয়ার হস্তান্তর সম্পন্ন হবে।
ঢাকা/এনটি/এনএইচ