সানলাইফ ও এশিয়া ইন্স্যুরেন্সের এজিএম স্থগিত
পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সানলাইফ ইন্স্যুরেন্স: আগামী ২০ আগস্ট বেলা ১১টায় কোম্পাটির ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত ডিজিটাল প্ল্যাটফর্মে হতে চলা এই এজিএম স্থগিত করা হয়। তবে নতুন সময় ও তারিখ পরবর্তীতে জানিয়ে দিবে বলে জানিয়েছে কোম্পানিটি।
এশিয়া ইন্স্যুরেন্স: আগামী ২০ আগস্ট দুপুর ১২টায় কোম্পাটির ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত ডিজিটাল প্ল্যাটফর্মে হতে চলা এই এজিএম স্থগিত করা হয়। তবে নতুন সময় ও তারিখ পরবর্তীতে জানিয়ে দেবে বলে জানিয়েছে কোম্পানিটি।
ঢাকা/এনটি/ইভা