ইউনিটহোল্ডারদের লভ্যাংশ দেবে না ২ মিউচ্যুয়াল ফান্ড
পুঁজিবাজারে মিউচ্যুয়াল ফান্ড খাতে তালিকাভুক্ত দুইটি ফান্ডের ট্রাস্টি কমিটি ইউনিটহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা করেছে। ফান্ড দুইটি হলো- এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড ও এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড।
২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিটহোল্ডারদের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।।
এর আগে সোমবার (১৯ আগস্ট) অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড: ফান্ডটির ওই বছরে ইউনিটপ্রতি লোকসান হয়েছে (০.৮৮) টাকা। আর গত ৩০ জুন ইউনিটপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯.১৪ টাকায়।
এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড: ফান্ডটির ওই বছরে ইউনিটপ্রতি লোকসান হয়েছে (০.৭০) টাকা। আর গত ৩০ জুন ইউনিটপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯.৩২ টাকায়।
ঢাকা/এনটি/ইভা