ঢাকা     সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে লিন্ডে বাংলাদেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৬, ৭ সেপ্টেম্বর ২০২৪  
ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে লিন্ডে বাংলাদেশ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১ থেকে ৫ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩৩.৭৫ শতাংশ। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ১ হাজার ১৫৬.৯০ টাকা। আর বিদায়ী সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৫৪৭.৩০ টাকা। এর মাধ্যমে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লিবরা ইনফিউশনের ২৪.৮২ শতাংশ, খান ব্রাদার্সের ২১.৫০ শতাংশ, ন্যাশনার টি’র ১৭.৮৪ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ১৬.১৯ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১৫.১৩ শতাংশ, লাভেলোর ১৪.৬০ শতাংশ, জিপিএইচ ইস্পাতের ১৩.০৩ শতাংশ, উসমানিয়া গ্লাসের ১১.৭৮ শতাংশ ও তমিজ উদ্দিন টেক্সটাইলের ১১.০৬ শতাংশ শেয়ার দর বেড়েছে।

ঢাকা/এনটি/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়