ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দে‌বে না ইন্টারন্যাশনাল লিজিং

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৩, ৮ সেপ্টেম্বর ২০২৪  
শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দে‌বে না ইন্টারন্যাশনাল লিজিং

পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পা‌নি ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ২০২৩ সা‌লের ৩১ ডি‌সেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরী‌ক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পা‌নি‌টির প‌রিচালনা পর্ষদ।

রোববার (৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সমাপ্ত বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে (১১.০৭) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল (৮.০৫) টাকা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল (১৭৩.৩১) টাকা।

তথ্য ম‌তে, লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ সেপ্টেম্বর।

ঢাকা/এনটি/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়