ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

সপ্তাহের শুরুতে সূচকের পতন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৬, ৮ সেপ্টেম্বর ২০২৪  
সপ্তাহের শুরুতে সূচকের পতন

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই-সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৮ সেপ্টেম্বর) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে। তবে, উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৯.৩৩ পয়েন্ট কমে ৫ হাজার ৬৭৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়া সূচক ৭.৪৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ২২১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৪.১৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০০ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৬৪টি কোম্পানির, কমেছে ২৮৯টির এবং অপরিবর্তিত আছে ৪৪টির।

ডিএসইতে এদিন মোট ৬৭৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৭৪ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৮৮.৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৭৮৭ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৪১.০৯ পয়েন্ট কমে ১৬ হাজার ২৩৭ পয়েন্টে, শরিয়া সূচক ৬.০৯ পয়েন্ট কমে ১ হাজার ৩৩ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ৫.৫২ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ১০৪ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ২৩৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৫৭টি কোম্পানির, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত আছে ১৬টির।

দিন শেষে সিএসইতে ৭ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭ কোটি ৮৫ লাখ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ঢাকা/এনটি/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়