ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

কারণ ছাড়াই বাড়ছে ফারইস্ট ইসলামী লাইফের শেয়ারদর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫০, ১২ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৩:৫৭, ১২ সেপ্টেম্বর ২০২৪
কারণ ছাড়াই বাড়ছে ফারইস্ট ইসলামী লাইফের শেয়ারদর

কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বেড়েই চলেছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে গত ৫ সেপ্টেম্বর ডিএসই চিঠি পাঠায়। ওই চিঠির জবাবে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ারের দাম এভাবে বাড়ছে।

প্রসঙ্গত, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের গত ২১ আগস্ট শেয়ার দর ছিল ৩৬.৯০ টাকায়। যা ৮ সেপ্টেম্বর বেড়ে দাঁড়ায় ৪৯.২০ টাকায়। অর্থাৎ ১১ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ১২.৩০ টাকা বা ৩৩.৩৩ শতাংশ। এভাবে কোম্পানিটির শেয়ারের দাম বাড়াকে অস্বাভাবিক বলে মনে করে ডিএসই ও সিএসই কর্তৃপক্ষ। 

ঢাকা/এনটি/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়