ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

এসএফআইএল ফাইন্যান্সের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৪, ১৯ সেপ্টেম্বর ২০২৪  
এসএফআইএল ফাইন্যান্সের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

পুঁজিবাজারের সদস্যভুক্ত মার্চেন্ট ব্যাংক এসএফআইএল ফাইন্যান্স পিএলসির (পূর্বের নাম স্ট্র্যাটেজিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট  লিমিটেড) অনিয়ম তদন্তে কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯২১তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্ট্রাটেজিক ফাইন্যান্স লিমিটেড (মার্চেন্ট ব্যাংকার)-এর বিষয়ে তদন্ত করার জন্য তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে, পুঁজিবাজারের সদস্যভুক্ত মিউচ্যুয়াল ফান্ড পরিচালনা করা অ্যাসেট ম্যানেজার প্রতিষ্ঠান স্ট্র্যাটেজিক ইক্যুইটি ম্যানেজমেন্টের বিরুদ্ধেও তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি। গঠিত তদন্ত কমিটিকে ৬০ কার্যদিবসের মধ্যে এ-সংক্রান্ত প্রতিবেদন দাখিল করবে।

ঢাকা/এনটি/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়