ঢাকা     বুধবার   ৩০ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ১৪ ১৪৩১

ঘুরে দাঁড়ালো পুঁজিবাজার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৯, ৩০ অক্টোবর ২০২৪  
ঘুরে দাঁড়ালো পুঁজিবাজার

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৩০ অক্টোবর) সূচকের বড় উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। টানা চার কার্যদিবস সূচকের পতনের পর গত দুইদিন ধরে ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে পুঁজিবাজার।

এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বাড়লেও সিএসইতে কমেছে। একইসঙ্গে ডিএসই ও সিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) পুঁজিবাজারের সার্বিক উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি নীতি সহায়তা দিতে তিনটি বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করবে বলে জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এগুলো হলো- বিনিয়োগকারীর সুবিধা, বাজার মধ্যস্থতাকারীদের সমস্যার সমাধান ও বাজারের গভীরতা বৃদ্ধি। সরকারের সঙ্গে আলোচনা করে পুঁজিবাজারের বিষয়ে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হবে। এসব সহায়তার আওতাভুক্ত হবেন ব্যক্তি শ্রেণির সাধারণ বিনিয়োগকারী, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, উচ্চ সম্পদশালী বিনিয়োগ ও বিদেশি বিনিয়োগকারীরা। বিএসইসির এ ঘোষণার পরিপ্রেক্ষিতে বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক প্রভাব পড়ায় পুঁজিবাজার ঘুরে দাঁড়িয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৪৭.৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৬৪ পয়েন্টে। ডিএসই শরিয়া সূচক ২২.৫৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫৭.৫৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯১৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৩৭৩টি কোম্পানির, কমেছে ১৫টির এবং অপরিবর্তিত আছে ৯টির।

ডিএসইতে এদিন মোট ৫১৯ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৪৬ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১৯৭.১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৭২৫ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৩৩৯.২৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩৫৬ পয়েন্টে, শরিয়া সূচক ১৬.৯০ পয়েন্ট বেড়ে ৯২০ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৩৩৮.৫১ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩০ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ২১৭ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৭৯টি কোম্পানির, কমেছে ২৮টির এবং অপরিবর্তিত আছে ১০টির।

দিনশেষে সিএসইতে ৬ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ঢাকা/এনটি/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়