ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

রবি আজিয়াটার অতিরিক্ত স্পেকট্রাম ক্রয়ের প্রথম কিস্তি পরিশোধ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩০, ৪ নভেম্বর ২০২৪  
রবি আজিয়াটার অতিরিক্ত স্পেকট্রাম ক্রয়ের প্রথম কিস্তি পরিশোধ

পুঁজিবাজারে টেলিযোগাযোগ খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি রবি আজিয়াটা পিএলসির পরিচালনা পর্ষদ অতিরিক্ত স্পেকট্রাম অধিগ্রহণের জন্য বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনকে (বিটিআরসি) নির্ধারিত অর্থ প্রদানের প্রথম কিস্তি পরিশোধ করেছে।

সোমবার (৪ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, রবি আজিয়াটা জানিয়েছে, গত ৩১ অক্টোবর ২.৬ গিগাহার্টজ ব্যান্ড থেকে ২০ মেগাহার্টজ অতিরিক্ত স্পেকট্রাম অধিগ্রহণের জন্য বিটিআরসি নির্ধারিত অর্থ প্রদানের প্রথম কিস্তি যথাযথভাবে পরিশোধ করেছে।

এই স্পেকট্রামটি ২০২৫ সালের ১ জুলাই থেকে চালু হওয়ার কথা রয়েছে। এই স্পেকট্রাম অধিগ্রহণ সারা দেশে এলটিই (LTE) নেটওয়ার্ক উন্নত করার জন্য কোম্পানির প্রতিশ্রুতি প্রদর্শন করে। স্পেকট্রামের জন্য অর্থ প্রদানের পরিকল্পনায় ৮টি কিস্তি অন্তর্ভুক্ত রয়েছে। একটি গ্রাহক কেন্দ্রিক কোম্পানি হিসাবে, গ্রাহকদের অত্যাধুনিক পরিষেবা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে রবি আজিয়াটা।

এনটি/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়