৭ কোম্পানির প্রথম প্রান্তিক প্রতিবেদন প্রকাশ
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭টি কোম্পানির পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
কোম্পানিগুলো হলো- এটলাস বাংলাদেশ লিমিটেড, ইস্টার্ন কেবলস লিমিটেড, ক্রাউন সিমেন্ট পিএলসি, ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ফাইন ফুডস লিমিটেড, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড এবং জাহিন স্পিনিং লিমিটেড।
সোমবার (১১ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এটলাস বাংলাদেশ: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে (০.২৫) টাকা। গত বছর একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ছিল (০.৬১) টাকা। গত ৩০ সেপ্টেম্বর কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১৪ টাকা।
ইস্টার্ন কেবলস: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে (১.৪৪) টাকা। গত বছর একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ছিল (০.৪৫) টাকা। গত ৩০ সেপ্টেম্বর কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৪৩.২১ টাকা।
ক্রাউন সিমেন্ট: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.২৫ টাকা। গত বছর একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ২.৩২ টাকা। গত ৩০ সেপ্টেম্বর কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৭.২৫ টাকা।
ফাস ফাইন্যান্স: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে (১৯.৩৭) টাকা। গত বছর একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ছিল (৪৭.৮৪) টাকা। গত ৩০ সেপ্টেম্বর কোম্পানির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল (১০৫.৪১) টাকা।
ফাইন ফুডস: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৮৮ টাকা। গত বছর একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.০৭ টাকা। গত ৩০ সেপ্টেম্বর কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১.৩১ টাকা।
সি পার্ল: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে (১.০৫) টাকা। গত বছর একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.৬২ টাকা। গত ৩০ সেপ্টেম্বর কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭.৩৪ টাকা।
জাহিন স্পিনিং: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে (০.০৭) টাকা। গত বছর একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ছিল (০.০৮) টাকা। গত ৩০ সেপ্টেম্বর কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩.৮৯ টাকা।
এনটি/টিপু