ঢাকা     বুধবার   ১৩ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২৯ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের উত্থান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৯, ১১ নভেম্বর ২০২৪  
পুঁজিবাজারে সূচকের উত্থান

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১১ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে।

এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে। সেই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম ডিএসইতে বাড়লেও সিএসইতে কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬৭.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৩৩ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১৯.৭৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৩.৭৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে, শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৯৮টি কোম্পানির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত আছে ৩৬টির।

এদিন ডিএসইতে মোট ৫৭৬ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৫৯ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ২৭.৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৩০ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৪৫.৪৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮৪১ পয়েন্টে, শরিয়াহ সূচক ৭.৬৬ পয়েন্ট বেড়ে ৯৫১ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ২২.৫৭ পয়েন্ট বেড়ে ১২ হাজার ২৮১ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ১৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে, শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৭৩টি কোম্পানির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত আছে ৩২টির।

দিন শেষে সিএসইতে ৩ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ঢাকা/এনটি/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়