তিতাস গ্যাসের এজিএমের সময় পরিবর্তন
পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের পরিচালনা পর্ষদ বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময় পরিবর্তন করা হয়েছে।
রোববার (১৭ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, আগামী ২৪ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা বেলা ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে কোম্পানিটির এজিএমের সময় পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী কোম্পানিটির এজিএম বেলা ১১টার পরিবর্তে সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে।
সর্বশেষ, ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে তিতাস গ্যাসের পরিচালনা পর্ষদ সাধারণ শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭ টাকা ৫২ পয়সা। আগের বছর লোকসান হয়েছিল ১ টাকা ৬৭ পয়সা। গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৯৮ টাকা ১৫ পয়সা।
ঢাকা/এনটি/ইভা