এবি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা
পুঁজিবাজারে বন্ড খাতে তালিকাভুক্ত এবি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের ট্রাস্টি কমিটি চলতি বছরের অর্ধবার্ষিকী পর্যন্ত কুপন রেট ঘোষণা করেছে। ১৩ ডিসেম্বর ২০২৪ থেকে ১২ জুন ২০২৫ এই রেট থাকবে।
আলোচ্য সময়ের জন্য বন্ডহোল্ডাদের বছরে ১০ শতাংশ কুপন হারে রিটার্ন (মুনাফা) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রাস্টি কমিটি।
সোমবার (১৮ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এই তথ্য পাওয়া গেছে।
এর আগে রোববার (১৭ নভেম্বর) বন্ডের ট্রাস্টি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। করপোরেট বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড।
কুপন রেট ঘোষণা করলেও এই মুনাফাপ্রাপ্তিতে যোগ্য বন্ডহোল্ডার নির্ধারণ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ নভেম্বর।
সোমবার এবি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের লেনদেনের ওপর কোনো মূল্যসীমা থাকবে না।
ঢাকা/এনটি/রাসেল