ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

টানা তিন কার্যদিবস পুঁজিবাজারে সূচকের পতন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৪, ১৯ নভেম্বর ২০২৪   আপডেট: ১৫:২৬, ১৯ নভেম্বর ২০২৪
টানা তিন কার্যদিবস পুঁজিবাজারে সূচকের পতন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৯ নভেম্বর) সূচকের পতনে মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ নিয়ে টানা তিন কার্যদিবস পুঁজিবাজারে সূচকের পতন ঘটেছে।

এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে। তবে উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫৭.৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৪২ পয়েন্টে। ডিএসই শরিয়া সূচক ১৭.৫০ পয়েন্ট কমে ১ হাজার ১৫৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২০.১৭ পয়েন্ট কমে ১ হাজার ৯২৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৮৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৭৬টি কোম্পানির, কমেছে ২৬৭টির এবং অপরিবর্তিত আছে ৪৫টির।

এদিন ডিএসইতে মোট ৫১৪ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৫১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৫৮.৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৯৫৯ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১২৫.৯০ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৯১ পয়েন্টে, শরিয়া সূচক ১০.৮৪ পয়েন্ট কমে ৯৩৬ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১১৮.৭৬ পয়েন্ট কমে ১২ হাজার ১৭৭ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ২১৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৬১টি কোম্পানির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত আছে ২১টির।

দিন শেষে সিএসইতে ১১ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ঢাকা/এনটি/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়