ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অনুমোদিত ৩৫০ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের দিলো ওয়ালটন  

সংবাদ বিজ্ঞপ্তি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৭, ২৭ নভেম্বর ২০২৪  
অনুমোদিত ৩৫০ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের দিলো ওয়ালটন  

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরের জন্য অনুমোদিত লভ্যাংশের টাকা শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) এবং ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকা পাঠানো হয়েছে বলে জানিয়েছে ওয়ালটন কর্তৃপক্ষ।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৩৫০ শতাংশ এবং স্পন্সর/পরিচালকদের জন্য ২০০ শতাংশ নগদ লভ্যাংশ অনমোদন করেছিল, যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। 

গত ৪ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানির পরিচালনা পর্ষদের ৪০তম সভায় সাধারণ বিনিয়োগকারীদের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয় এবং ২৯ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা কোম্পানির ঘোষিত লভ্যাংশ অনুমোদন করেন। এর পরিপ্রেক্ষিতে কোম্পানিটি সম্প্রতি শেয়ারহোল্ডারদের বিও অ্যাকাউন্টে উল্লেখ করা ব্যাংক হিসাবে তাদের প্রাপ্য লভ্যাংশের টাকা জমা করেছে।

যেসব শেয়ারহোল্ডারের বিও হিসাবে ব্যাংক হিসাব নাম্বার উল্লেখ নেই বা নাম্বারে ভুল আছে অথবা রাউটিং নাম্বার নেই কিংবা সেখানে দেওয়া তথ্য ত্রুটিপূর্ণ, তাদের প্রাপ্য টাকার এমআইসিআর ওয়ারেন্ট (চেক) বিও হিসাবে দেওয়া ঠিকানায় ডাকযোগে পাঠিয়ে দেওয়া হয়েছে।

২০২০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্তির পরবর্তী প্রথম লভ্যাংশ প্রদানের পর থেকেই ‘এ’ ক্যাটাগরিতে ট্রেড হচ্ছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি শেয়ার।

ঢাকা/সাহেল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়