ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এমডি সিওও সিটিও পদে নিয়োগ দেবে ডিএসই

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৫, ২৭ নভেম্বর ২০২৪  
এমডি সিওও সিটিও পদে নিয়োগ দেবে ডিএসই

দীর্ঘদিন ধরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষস্থানীয় তিনটি পদ শূন্য রয়েছে। ক্ষমতার পট পরিবর্তনের পর ডিএসইর পুনর্গঠিত পরিচালনা পর্ষদ এবার এসব শূন্য পদ পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি), প্রধান পরিচালনা কর্মকর্তা (সিওও) এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) ডিএসইর উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে পুনর্গঠিত পরিচালনা পর্ষদ গত ৩ অক্টোবর তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জের দায়িত্ব গ্রহণ করে৷ এর নেতৃত্বে আছেন চেয়ারম্যান মমিনুল ইসলাম৷ দায়িত্ব গ্রহণের পরেই তারা অগ্রাধিকার ভিত্তিতে দীর্ঘদিন শূন্য থাকা শীর্ষস্থানীয় তিনটি পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুততার সঙ্গে সম্পন্ন করার উদ্যোগ নেন। তারই অংশ হিসেবে বুধবার (২৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), প্রধান পরিচালনা কর্মকর্তা (সিওও) এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) নিয়োগের জন্য জাতীয় দৈনিক পএিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

প্রত্যেকটা পদের জন্য আবেদনের শেষ তারিখ ২৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত। ৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় ডিএসইর চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সঙ্গে আগ্রহী প্রার্থীদের ডিএসই সম্পর্কে ধারণা দেওয়ার জন্য ভার্চুয়ালি এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

ঢাকা/এনটি/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়