আইআইইউসির শিক্ষার্থীদের চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পরিদর্শন
পুঁজিবাজার সম্পর্কে সম্যক ধারণা লাভ ও প্রায়োগিক পরিচালনা সম্পর্কে জানা এবং জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির প্রচেষ্টার অংশ হিসেবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) প্রধান কার্যালয় পরিদর্শন করেছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ইকোনমিকস অ্যান্ড ব্যাংকিং অনুষদের শিক্ষার্থীদের একটি দল।
গত রোববার চট্টগ্রামের আগ্রাবাদে সিএসইর কার্যালয় পরিদর্শন করেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী এবং বিনিয়োগ শিক্ষার অংশ হিসেবে সিএসই প্রতিনিয়ত এ ধরনের আয়োজনে অংশ নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে আমন্ত্রণ ও স্বাগত জানিয়ে আসছে।
পরিদর্শনকালে সিএসইর পক্ষে উপস্থিত ছিলেন চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মাদ মাহাদি হাসান এবং হেড অব ইন্টারনাল অডিট মোহাম্মেদ বারাকাত শফি। অধিবেশন পরিচালনা করেন হেড অব ট্রেনিং অ্যান্ড এওয়ারনেস এম সাদেক আহমেদ। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ইকোনমিকস অ্যান্ড ব্যাংকিং অনুষদের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মো. আমজাদ হোসেন।
শিক্ষার্থীদের উদ্দেশে সিএসইর চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মাদ মাহাদি হাসান বলেন, “বাংলাদেশের পুঁজিবাজারের প্রধান নিয়ামক হচ্ছেন বিনিয়োগকারী। বিনিয়োগকারীদেরকে শিক্ষিত করার কাজটি সর্বদাই গুরুত্বপূর্ণ। আজকের শিক্ষার্থীরাই হবেন আগামী দিনের পুঁজিবাজারের কর্ণধার অর্থাৎ তারাই হবেন বিনিয়োগকারী। শিক্ষাজীবনের পাশাপাশি নিজেদেরকে ব্যবহারিক জ্ঞানের সঙ্গে সংযুক্ত করতে হবে। পুঁজিবাজারের খুঁটিনাটি বিষয়গুলো বোঝার চেষ্টা করতে হবে। বাংলাদেশের পুঁজিবাজার পৃথিবীর অন্যান্য উন্নত দেশের তুলনায় এখনো অনেক পিছিয়ে। এর উন্নয়ন, পরিমার্জন, পরিবর্ধন চলমান। আপনাদের মধ্যেই হয়ত কেউ নতুন চিন্তার মাধ্যমে উন্নয়নের নতুন দুয়ার উন্মোচনের অংশীদার হবেন। শিক্ষার্থীদেরকে মনে রাখতে হবে যে, তাত্ত্বিক ও প্রায়োগিক জ্ঞানের মধ্যে সমন্বয় খুব জরুরি। সেজন্য প্রয়োজন বেশি বেশি প্রশিক্ষণ ও প্রায়োগিক কোর্সে অংশগ্রহণ। বাজার ব্যবস্থাপনা থেকে শুরু করে নতুন প্রোডাক্ট—সব ক্ষেত্র সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন জরুরি। তা হলেই সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হবে।”
সিএসই কর্মকর্তারা বাংলাদেশের পুঁজিবাজারে প্রচলিত প্রোডাক্ট সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন। এছাড়াও আর্থিক ব্যবস্থাপনা, বিনিয়োগ, বিনিয়োগ ঝুঁকি এবং পুঁজিবাজারের সঙ্গে সম্পর্কিত রিটার্ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে সম্যক ধারণা দেওয়া হয়।
সিএসইতে কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার পদক্ষেপ এবং চলমান অগ্রগতি সম্পর্কে শিক্ষার্থীদেরকে সংক্ষিপ্ত পরিসরে জানানো হয়।
অনুষ্ঠানে পুঁজিবাজার সম্পর্কে সামগ্রিক ধারণা ও প্রায়োগিক পরিচালনা বিষয়ে অবহিত করেন এম সাদেক আহমেদ।
ঢাকা/এনটি/রফিক