তিন কোম্পানির শেয়ার কারসাজিতে ১৩৫ কোটি টাকা জরিমানা
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

পুঁজিবাজারে তিনটি কোম্পানির শেয়ার কারসাজির (শেয়ার লেনদেনে আইন লঙ্ঘন) অভিযোগে দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ীসহ আরো কয়েকজন ব্যক্তি ও কিছু প্রতিষ্ঠানকে ১৩৪ দশমিক ৬১ কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশন (বিএসইসি)।
শেয়ার কারসাজি হওয়া কোম্পানিগুলো হলো- বাংলাদেশ ফাইনান্স লিমিটেড, ওরিয়ন ফার্মা ও ওরিয়ন ইনফিউশন। ২০২০ থেকে ২০২২ সালের বিভিন্ন সময়ে কোম্পানি তিনটির শেয়ার নিয়ে কারসাজির ঘটনা ঘটে।
কারসাজির মাধ্যমে এসব শেয়ারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঘটিয়ে বড় অঙ্কের মুনাফা করেন অভিযুক্তরা, বলছে বিএসইসি।
বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মুহাম্মদ রেজাউল করিমের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
এর আগে মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে কমিশন সভায় অভিযুক্তদের বিরুদ্ধে জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়।
জরিমানার আওতায় আনা ব্যক্তিদের মধ্যে রয়েছেন- বিকন ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান নুরুন নাহার, ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সংসদ সদস্য এবাদুল করিম, তাদের কন্যা, কোম্পানিটির পরিচালক রিসানা করিম ও সোহেল আলম।
ওরিয়ন ইনফিউশনের শেয়ার কারসাজির দায়ে ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৬০ কোটি ২১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কোম্পানিটির শেয়ার কারসাজিতে মো. সোহেল আলমকে ১৮ দশমিক ৪০ কোটি টাকা, এখলাসুর রহমানকে ১৪ দশমিক ৬০ কোটি টাকা, মোহাম্মদ এবাদুল করিমকে ১৩ দশমিক ১৫ কোটি টাকা, রিসানা করিমকে ৬ কোটি টাকা, বিকন মেডিকেয়ারকে ৫ দশমিক ৫০ কোটি টাকা, বিকন ফার্মাসিউটিক্যালস-ইপিএফকে ১ দশমিক ৪৫ কোটি টাকা, বিকন ফার্মাসিউটিক্যালস-ইজিএফকে ১ কোটি টাকা, নুরুননাহার করিমকে ১০ লাখ টাকা ও বিকন ফার্মাসিউটিক্যালসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বিএসইসি বলেছে, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান মিলে ২০২২ সালের ২১ জুন থেকে ১২ অক্টোবর পর্যন্ত কোম্পানিটির শেয়ার নিয়ে কারসাজি করেন।
ওরিয়ন ফার্মার শেয়ার কারসাজির দায়ে তিন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৩ কোটি ৪০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কোম্পানিটির শেয়ার কারসাজিতে আমিনুল ইসলামকে ৩ দশমিক ২০ কোটি টাকা, নাবিল ফিড মিলসকে ১০ লাখ টাকা ও নাবিল নাবা ফুডসকে ১০ লাখ জরিমানা করা হয়েছে।
এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ২০২১ সালের ২১ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত এক মাসের কম সময়ে আইন লঙ্ঘন করে কোম্পানিটির শেয়ার কারসাজিতে জড়িত ছিলেন।
বাংলাদেশ ফাইন্যান্সের (বিডি ফাইন্যান্স) শেয়ার কারসাজির দায়ে ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৭০ কোটি ৫৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কোম্পানিটির শেয়ার কারসাজিতে সামির সেকান্দারকে ৩২ দশমিক ২৫ কোটি টাকা, আবু সাদাত মো. সায়েমকে ২১ দশমিক ৯০ কোটি টাকা, অনিকা ফারহিনকে ৭ দশমিক ৫০ কোটি টাকা, আনোয়ার গ্যালভানাইজিংকে ৭ দশমিক ১০ কোটি টাকা, সিটি জেনারেল ইন্স্যুরেন্সকে ৮৫ লাখ টাকা, মাহের সেকান্দারকে ৫২ লাখ টাকা, আফরা চৌধুরীকে ৩৫ লাখ টাকা, আব্দুল মবিন মোল্লাহকে ৯ লাখ টাকা ও তাজবিদ এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বিএসইসি বলেছে, ২০২০ সালের আগস্ট থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে কোম্পানিটির শেয়ার নিয়ে এই ব্যক্তিরা কারসাজিতে জড়িত ছিলেন।
ঢাকা/এনটি/রাসেল/মেহেদী