ঢাকা     বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৬ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের পতন, কমেছে লেনদেন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৫, ১১ ডিসেম্বর ২০২৪  
পুঁজিবাজারে সূচকের পতন, কমেছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১১ ডিসেম্বর) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমেছে। একই সঙ্গে ডিএসই ও সিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪২.৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১২৪ পয়েন্টে। ডিএসই শরিয়া সূচক ১২.৪৩ পয়েন্ট কমে ১ হাজার ১৪২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৪.১৯ পয়েন্ট কমে ১ হাজার ৮৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৫০টি কোম্পানির, কমেছে ২৯১টির এবং অপরিবর্তিত আছে ৫৮টির।

এদিন ডিএসইতে মোট ৩০৪ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৮৩ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৪৯.৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৭৩৬ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৭৫.৩৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৩৬৪ পয়েন্টে, শরিয়া সূচক ৫.২১ পয়েন্ট বেড়ে ৯৩০ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৪৬.৬১ পয়েন্ট কমে ১১ হাজার ৮৪৩ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ১৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৪১টি কোম্পানির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত আছে ৩৭টির।

দিন শেষে সিএসইতে ৪ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ঢাকা/এনটি/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়