ঢাকা     শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৫ ১৪৩২

ইফাদ অটোসের ঘোষিত বোনাস লভ্যাংশে বিএসইসির সম্মতি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৫, ১২ ডিসেম্বর ২০২৪  
ইফাদ অটোসের ঘোষিত বোনাস লভ্যাংশে বিএসইসির সম্মতি

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোস পিএলসির ঘোষিত বোনাস শেয়ার শেয়ারহোল্ডারদের প্রদানে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইস)।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে ইফাদ অটোজের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। ঘোষিত বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে সম্মতি দিয়েছে বিএসইসি। এ লক্ষ্যে বোনাস শেয়ারের জন্য রেকর্ড ডেট ২২ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

আইন অনুযায়ী, বিএসইসির অনুমোদন ছাড়া কোনো কোম্পানি শেয়ারহোল্ডারদের বোনাস লভ্যাংশ প্রদান করতে পারবে না। তাই বোনাস শেয়ার ঘোষণার পর তা প্রদানের লক্ষ্যে যে কোনো কোম্পানি নিয়ন্ত্রক সংস্থার সম্মতির জন্য আবেদন করে থাকে। সার্বিক দিক বিবেচনা করে নিয়ন্ত্রক সংস্থার সম্মতি পেলে সংশ্লিষ্ট কোম্পানি শেয়ারহোল্ডারদের বোনাস লভ্যাংশ প্রদান করতে পারে।

সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে (০.৬২) টাকা। এছাড়া, ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬.২৯ টাকা।

ঢাকা/এনটি/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়