শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিল বাটা সু কোম্পানি
পুঁজিবাজারে ট্যানারি খাতে তালিকাভুক্ত কোম্পানি বাটা সু বাংলাদেশ লিমিটেড পরিচালনা পর্ষদের ঘোষিত অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে। ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত অর্ধবার্ষিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের পুঞ্জিভুত অবণ্টিত মুনাফা থেকে এই লভ্যাংশ দেওয়া হবে।
রবিবার (২২ ডিসেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বাটা সু বাংলাদেশ লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।
বাটা সু বাংলাদেশ ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত অর্ধবার্ষিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের শেয়ারহোল্ডারদের জন্য ৩৪০ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানির অন্তর্বর্তী লভ্যাংশের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয় ১৯ নভেম্বর।
এদিকে, চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে তথা নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২৪) কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৭.৮১ টাকা। গত বছরের একই সময়ে ইপিএস ছিল ৩০.৮৮ টাকা।
ঢাকা/এনটি/এসবি