অর্থ উপদেষ্টার সঙ্গে ডিএসই-ডিবিএ নেতাদের সাক্ষাৎ
অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম এবং ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) প্রেসিডেন্ট সাইফুল ইসলামের নেতৃত্বে আট সদদ্যের একটি প্রতিনিধিদল।
অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে প্রতিনিধিদলটি পুঁজিবাজারের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং করণীয় নিয়ে আলোচনা করেন।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে ডিএসই ও ডিবিএর প্রতিনিধিদলের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ সময় ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম, পরিচালক মিনহাজ মান্নান ইমন, শাকিল রিজভী, রিচার্ড ডি’রোজারিও, মোহাম্মদ শাহজাহান ডিবিএর সভাপতি সাইফুল ইসলাম ও ডিবিএর ভাইস প্রেসিডেন্ট ওমর হায়দার উপস্থিত ছিলেন।
ডিএসইর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিনিধিদল শেয়ারবাজার উন্নয়নে প্রধান অন্তরায়সমূহ এবং সেগুলোর প্রতিকারে কিছু প্রস্তাবনা পেশ করেন। এছাড়া বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর জন্য ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সহায়তা, নেগেটিভ ইক্যুইটির সমাধান, সরকারি ও বহুজাতিক কোম্পানিগুলোর বাজারে তালিকাভুক্তকরণ এবং করনীতিতে কিছু পরিবর্তনের ব্যাপারে সুপারিশ করেন। পরে উপদেষ্টা প্রস্তাবনাগুলো ইতিবাচক বিবেচনায় নেওয়ার ব্যাপারে প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন এবং পুঁজিবাজারের উন্নয়নে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ সব অংশীজনের সাথে সম্মিলিতভাবে কাজ করার পরামর্শ দেন।
প্রতিনিধিদল উপদেষ্টাকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের গৃহীত বিভিন্ন সংস্কার উদ্যোগে ডিএসই এবং ডিবিএর পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। সেই সঙ্গে আশাবাদ ব্যক্ত করেন, নতুন বছরে সংস্কার কার্যক্রমগুলো দৃশ্যমান হওয়া শুরু হলে পুঁজিবাজারে ইতিবাচক ধারা ফিরে আসবে।
ঢাকা/এনটি/এসবি