কাট্টালি টেক্সটাইলের কোম্পানি সচিব নিয়োগ
পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি কাট্টালি টেক্সটাইল লিমিটেডে নতুন কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিটির সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ফজলুল হক। সম্প্রতি কোম্পানির পরিচালনা পর্ষদ তাকে কোম্পানি সচিব হিসেবে নিয়োগ দিয়েছে।
কাট্টলি টেক্সটাইল লিমিটেড বিভিন্ন ধরনের পোশাক উৎপাদন ও রপ্তানি করে থাকে। ২০২১ সালের পর ২০২৪ সালের ৩০ জুন কোম্পানিটির পরিচালনা পর্ষদ নামমাত্র লভ্যাংশ দিয়েছে। তাই কোম্পানিটিকে ‘জেড’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। কোম্পানিটির স্বল্প মেয়াদি ঋণের পরিমাণ ৩ কোটি ১৯ লাখ টাকা। কোম্পানিটি রিজার্ভ রয়েছে ৫৮ কোটি ৩৫ লাখ টাকা।
কোম্পানিটির পরিশোধিত মূলধন ১১৬ কোটি ৩০ লাখ ৫০ হাজার টাকা। সেহিসেবে কোম্পানিটির মোটি শেয়ার সংখ্যা ১১ কোটি ৬৩ লাখ ৫ হাজার ২০০টি। সর্বশেষ ২০২৪ সালের ৩১ অক্টোবর পর্যন্ত ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে- কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩০.৩২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২১.৭৯ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.২৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪৭.৬২ শতাংশ শেয়ার রয়েছে।
ঢাকা/এনটি/ইমন