পুঁজিবাজারে মূলধন বেড়েছে ১ হাজার ৬২৫ কোটি টাকা
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
দেশের ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে (২২ থেকে ২৬ ডিসেম্বর) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে আলোচ্য সময়ে ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে। একই সঙ্গে বিদায়ী সপ্তাহে ডিএসই ও সিএসইতে বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৬২৫ কোটি ৭০ লাখ টাকা।
শনিবার (২৮ ডিসেম্বর) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা থেকে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৭.১২ পয়েন্ট বা ০.৭১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১৮৪ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ১১.০২ পয়েন্ট বা ০৫৭ শতাংশ কমে ১ হাজার ৯২৭ পয়েন্টে, ডিএসই শরিয়াহ সূচক ০.৭২ পয়েন্ট বা ০.০৬ শতাংশ কমে ১ হাজার ১৬৬ পয়েন্টে এবং ডিএসএমইএক্স সূচক (এসএমই ইনডেক্স) ১৪.৭৯ পয়েন্ট বা ১.৩৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯০ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬০ হাজার ১৬০ কোটি ৯৬ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৫৯ হাজার ২০৫ কোটি ৫১ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৯৫৫ কোটি ৪৪ লাখ টাকা।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ১ হাজার ১৭৪ কোটি ১৪ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৯২ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৩১৮ কোটি ১৪ লাখ টাকা।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১০১টির, দর কমেছে ২৫০টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪৫টির। তবে লেনদেন হয়নি ১৭টির।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮৭.২৪ পয়েন্ট বা ০.৬০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৩৫ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৩০ সূচক ২.২৮ শতাংশ কমে ১১ হাজার ৮৬৯ পয়েন্টে, সিএসসিএক্স ০.৫৬ শতাংশ কমে ৮ হাজার ৭৯৩ পয়েন্টে, সিএসআই সূচক ০.৬৪ শতাংশ কমে ৯২৯ পয়েন্টে এবং এসইএসএমইএক্স (এসএমই ইনডেক্স) ২.১৩ শতাংশ কমে ২ হাজার ১৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৪ হাজার ৮১৩ কোটি ৩ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে সিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৪ হাজার ১৪২ কোটি ৭৬ লাখ টাকা। টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৬৭০ কোটি ২৬ লাখ টাকা।
বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ৩৮৮ কোটি ১৭ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪৬ কোটি ৮৮ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ৩৪২ কোটি ২৯ লাখ টাকা।
বিদায়ী সপ্তাহে সিএসইতে মোট ২৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৮৪টির, দর কমেছে ১৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির শেয়ার ও ইউনিট দর।
ঢাকা/এনটি/টিপু