ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২২ থেকে ২৬ ডিসেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্য বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি শার্প ইন্ড্রাস্ট্রিজ পিএলসির (সাবেক আর এন স্পিনিং মিলস) শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।
শনিবার (২৮ ডিসেম্বর) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৬.৯৩ শতাংশ। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ১৮.৯০ টাকা। আর বিদায়ী সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ২২.১০ টাকা। এর ফলে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।
ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- রেনউইক যজ্ঞেশ্বরের ১৬.৪৩ শতাংশ, গোল্ডেন হারভেস্ট এগ্রোর ১০.৬৮ শতাংশ, খান ব্রাদার্সের ১০.০৮ শতাংশ, ফার কেমিক্যালের ৯.৭৯ শতাংশ, এসকে ট্রিমসের ৯.৩৩ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৭.২৭ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৬.৭৯ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ৬.৬২ শতাংশ ও ডমিনেজ স্টিলের ৬.৪৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।
ঢাকা/এনটি/ইভা