ডিএসই ও সিএসইতে সূচক বেড়েছে
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৯ ডিসেম্বর) সূচকের উত্থানের লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে। এদিকে, ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বাড়লেও সিএসইতে বেড়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২০.৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২০৪ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ০.৩৩ পয়েন্ট কমে ১ হাজার ১৬৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪.৪০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৩১ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২২৫টি কোম্পানির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত আছে ৭৪টির।
এদিন ডিএসইতে মোট ৩৭৪ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৮২ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ২১.১২ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৮১৫ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৩৬.১৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪৭১ পয়েন্টে, শরিয়াহ সূচক ১.৯৪ পয়েন্ট বেড়ে ৯৩০ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৫৬.৯৯ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৯২৬ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে ১৮৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৯২টি কোম্পানির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত আছে ৩৪টির।
দিন শেষে সিএসইতে ৪ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
ঢাকা/এনটি/এনএইচ