ঢাকা     শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৫ ১৪৩২

জাহাজ ও জমি কিনবে এমজেএল বাংলাদেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৮, ৩০ ডিসেম্বর ২০২৪  
জাহাজ ও জমি কিনবে এমজেএল বাংলাদেশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি এমজেএল বাংলাদেশ পিএলসি পণ্য পরিবহনের জন্য আরও একটি সমুদ্রগামী জাহাজ কিনবে। এটি কোম্পানির বিদ্যমান জাহাজ ‘এমটি ওমেরা লিগ্যাসি’র স্থলাভিষিক্ত হবে। জমি কেনারও সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

সোমবার (৩০ ডিসেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার (২৯ ডিসেম্বর) এমজেএল বাংলাদেশের পরিচালনা পরিষদের ১৪২তম সভায় জাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।

এমজেএল বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের সভায় পুরনো ও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়া এমজেএল বাংলাদেশের জাহাজ এমটি ওমেরা লিগ্যাসিকে বহর থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে এমটি নিসোস ডেলোস নামের একটি সেকেন্ডহ্যান্ড আফরাম্যাক্স অয়েল ট্যাংকার কেনার সিদ্ধান্ত নেয় পর্ষদ। এমটি নিসোস ডেলোসের ধারণক্ষমতা ১ লাখ ১৫ হাজার ৬৯০ মেট্রিক টন। ট্যাংকারটি প্রায় ১২ বছর ব্যবহার করা যাবে। অয়েল ট্যাংকারটি কিনতে ব্যয় হবে ৪ কোটি ৫৩ লাখ ডলার, দেশীয় মুদ্রায় প্রায় ৫৪৪ কোটি টাকা।

এদিকে, এমজেএল বাংলাদেশ পিএলসি বগুড়ায় ১৮ কোটি ৮১ লাখ টাকা দিয়ে ২০৯ শতক জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা/এনটি/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়