ঢাকা     বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৮ ১৪৩১

বেস্ট হোল্ডিংসের এজিএম অনুষ্ঠিত, লভ্যাংশ অনুমোদন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৫, ৩০ ডিসেম্বর ২০২৪  
বেস্ট হোল্ডিংসের এজিএম অনুষ্ঠিত, লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারে ভ্রমণ ও অবকাশ খাতে তালিকাভুক্ত কোম্পানি বেস্ট হোল্ডিংস লিমিটেডের ১৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় পরিচালনা পর্ষদের সুপারিশকৃত সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশসহ বিভিন্ন বিষয় অনুমোদন করা হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) রাজধানীর বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টারে কোম্পানিটির সভা অনুষ্ঠিত হয়। কোম্পানি সেক্রেটারি আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হাসান আহমদ।

বেস্ট হোল্ডিংস লিমিটেড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে এজিএমে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আমিন আহমদ। এ সময় তিনি পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রথম দিন থেকে শেয়ারহোল্ডারদের অব্যাহত সহযোগিতা রাখার জন্য ধন্যবাদ জানান। এ ছাড়া সভার শেষ পর্যায়ে তিনি দিক-নির্দেশনামূলক সমাপনী বক্তব্যে দেন।

এদিকে বেস্ট হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক হাসান আহমদ বলেছেন, ‘‘বেস্ট হোল্ডিংস লিমিটেড একটি সম্পদভিত্তিক প্রতিষ্ঠান। দেশের পুঁজিবাজারে প্রতিষ্ঠানটির তালিকাভুক্ত হওয়াটি শুধু কোম্পানিটির জন্যই একটি উল্লেখযোগ্য মাইলফলক ছিল না, শেয়ারহোল্ডারদের জন্যও এটি একটি উল্লেখযোগ্য অর্জন।’’

তিনি আরো বলেন, ‘‘আমি আত্মবিশ্বাসী যে, আমাদের সেরা সময়টি অপেক্ষা করছে। আপনারা নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা অব্যাহত রাখবেন।’’

কোম্পানিটির এজিএমে উপস্থিত ছিলেন বেস্ট হোল্ডিংস লিমিটেডের পরিচালনা পর্ষদের এবং কোম্পানি সেক্রেটারি আবুল কালাম আজাদ ও কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সভায় সাধারণ শেয়ারহোল্ডারদের (স্পন্সর শেয়ারহোল্ডার ব্যতীত) ৩০ জুন ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য পরিচালনা পর্ষদের সুপারিশকৃত ১০ শতাংশ নগদ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়াও অন্যান্য এজেন্ডারও অনুমোদন দেওয়া হয়।

ঢাকা/এনটি/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়