ঢাকা     শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

বছরের ব্যবধানে ডিএসইর পিই রেশিও কমেছে ২৭.৫৯ শতাংশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১১, ৩১ ডিসেম্বর ২০২৪  
বছরের ব্যবধানে ডিএসইর পিই রেশিও কমেছে ২৭.৫৯ শতাংশ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বছরের ব্যবধানে মূল্য আয় অনুপাত (পিই রেশিও) সাড়ে ১৩ শতাংশ কমেছে।

ডিএসইর বার্ষিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ডিএসইতে ২০২৪ সালের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৩.১২ পয়েন্টে। আর বছর শেষে তা ৯.৫০ পয়েন্টে অবস্থান করছে। বছরের ব্যবধানে ডিএসইতে পিই রেশিও ৩.৬২ পয়েন্ট বা ২৭.৫৯ শতাংশ কমেছে।

এদিকে বিদায়ী সপ্তাহে (২২ থেকে ২৬ ডিসেম্বর) ডিএসইর সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আলোচ্য সময়ে ডিএসইর পিই রেশিও কমেছে ০.৬৩ শতাংশ। খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে- মিউচুয়াল ফান্ড খাতে ৩.২১০ পয়েন্টে, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৪.৯০ পয়েন্টে, ব্যাংক খাতে ৬.৩০ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ১০.৪৯ পয়েন্ট, প্রকৌশল খাতে ১০.৬৪ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১১.৩৯ পয়েন্টে, টেক্সটাইল খাতে ১১.৭০ পয়েন্টে, আর্থিক খাতে ১২.১৭ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১২.৮৯ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১৩.০১ পয়েন্টে, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ১৩.৬৬ পয়েন্টে, সিমেন্ট খাতে ১৩.৯২ পয়েন্টে, বিবিধ খাতে ১৭.২২ পয়েন্টে, আইটি খাতে ১৭.৯৯ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ২৩.৯১ পয়েন্টে, ট্যানারি খাতে ৩৫.৬৬ পয়েন্টে, পাট খাতে ৩৮.৫৬ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ৫৭.২৬ পয়েন্ট এবং সিরামিক খাতে ৮৩.৫৬ পয়েন্টে অবস্থান করছে।

ঢাকা/এনটি/ইভা


সর্বশেষ

পাঠকপ্রিয়