ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

ডিএসইতে সূচক কমলেও সিএসইতে বেড়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৪, ২ জানুয়ারি ২০২৫  
ডিএসইতে সূচক কমলেও সিএসইতে বেড়েছে

সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার (২ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে। এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে। তবে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৮.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৯৯ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৯.৯৭ পয়েন্ট কমে ১ হাজার ১৫৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১০.৯৬ পয়েন্ট কমে ১ হাজার ৯৩০ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৯৮টি কোম্পানির, কমেছে ২২৯টির এবং অপরিবর্তিত আছে ৭১টির।

এদিন ডিএসইতে মোট ৩১৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৩০ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ২০.৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৮৫৯ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৪০.২৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৫২ পয়েন্টে, শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে ৯৩২ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৭০.৯৯ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৯২ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ১৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৭৭টি কোম্পানির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত আছে ২২টির।

দিন শেষে সিএসইতে ১০১ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৭ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ঢাকা/এনটি/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়