ঢাকা     মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৩ ১৪৩১

পুঁজিবাজারে পতন, কমেছে লেনদেন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৮, ৫ জানুয়ারি ২০২৫  
পুঁজিবাজারে পতন, কমেছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। 

রবিবার (৫ জানুয়ারি) ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমেছে। একই সঙ্গে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৪.৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৬৫ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৬.৯৮ পয়েন্ট কমে ১ হাজার ১৪৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১১.৩৪ পয়েন্ট কমে ১ হাজার ৯১৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৭৩টি কোম্পানির, কমেছে ২৭০টির এবং অপরিবর্তিত আছে ৫৪টির।

এদিন ডিএসইতে মোট ৩০৮ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩১৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৬১.৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৭৯৮ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১০৩.৩৮ পয়েন্ট কমে ১৪ হাজার ৪৪৯ পয়েন্টে, শরিয়াহ সূচক ২.০৫ পয়েন্ট কমে ৯২৯ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১৫৯.০৯ পয়েন্ট কমে ১১ হাজার ৯৩৩ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ১৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৫৩টি কোম্পানির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত আছে ১৮টির।

দিন শেষে সিএসইতে ১৩ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০১ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ঢাকা/এনটি/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়