ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৪ ১৪৩১

বিডি থাই ফুডের এমডি নিয়োগ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০১, ৬ জানুয়ারি ২০২৫  
বিডি থাই ফুডের এমডি নিয়োগ

পুঁজিবাজারে খাদ‌্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের এমডি ও সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন সরদার নাসির আহমেদ। তিনি গত ১ জানুয়ারি থেকে দায়িত্ব পালন করছেন।

আরো পড়ুন:

বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০২২ সালে। ‘বি’ ক্যাটাগরির এ কোম্পানির পরিশোধিত মূলধন ৮১ কোটি ৫০ লাখ টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার ৮ কোটি ১৫ লাখ। সর্বশেষ চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩৫.৬১ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৩৬.৮৮ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২৭.৫১ শতাংশ শেয়ার আছে।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়