ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৪ ১৪৩১

নিরীক্ষিত প্রতিবেদন প্রকাশে বাড়তি সময় পেল পাওয়ার গ্রিড

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৭, ৭ জানুয়ারি ২০২৫  
নিরীক্ষিত প্রতিবেদন প্রকাশে বাড়তি সময় পেল পাওয়ার গ্রিড

পুঁজিবাজারে জ্বালনি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময় বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ‌্য মতে, কোম্পানিটি জানিয়েছে, ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী জমা দেওয়ার জন্য আগামী ৩০ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত সময় বাড়ানোর বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ‌্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাদের আবেদন অনুমোদন করেছে।

পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০৬ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ৯১৩ কোটি ৮০ লাখ ৭০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৯১ কোটি ৩৮ লাখ ৬ হাজার ৯৯১টি। সর্বশেষ ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৫৮.৫০ শতাংশ, সরকারের হাতে ২২ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৪.৫৬ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.০১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪.৯৩ শতাংশ শেয়ার রয়েছে।

ঢাকা/এনটি/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়