ডিএসইতে সূচক কমলেও সিএসইতে বেড়েছে
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৭ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন হলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে। এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমলেও সিএসইতে বেড়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮.০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৯০ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২.৬৯ পয়েন্ট কমে ১ হাজার ১৫৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১০.৮৭ পয়েন্ট কমে ১ হাজার ৯২২ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৬২টি কোম্পানির, কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত আছে ৭৩টির।
এদিন ডিএসইতে মোট ৪২৭ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৬২ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১৯.০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৮২৭ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৩৬.৮০ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫০২ পয়েন্টে, শরিয়াহ সূচক ৩.০৩ পয়েন্ট কমে ৯৩৩ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৩৮.৭৭ পয়েন্ট কমে ১১ হাজার ৯৭৯ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে ২০৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১১৯টি কোম্পানির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত আছে ২৬টির।
দিনশেষে সিএসইতে ৬ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
ঢাকা/এনটি/রফিক