ঢাকা     বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৫ ১৪৩১

কারণ ছাড়াই বাড়ছে ২ কোম্পানির শেয়ারদর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৮, ৮ জানুয়ারি ২০২৫  
কারণ ছাড়াই বাড়ছে ২ কোম্পানির শেয়ারদর

কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই পুঁজিবাজারে তালিকাভুক্ত দুইটি কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিক হারে বাড়ছে। কোম্পানি দুইটি হলো- সোনারগাঁও টেক্সটাইলস লিমিটেড ও লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। স্টক এক্সচেঞ্জকে এমন তথ্য জানিয়েছে কোম্পানি দুইটির কর্তৃপক্ষ।

বুধবার (৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ‌্য মতে, শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানি দুটিকে চিঠি পাঠায়। ওই চিঠির জবাবে কোম্পানি দুইটির কর্তৃপক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিগুলোর শেয়ার দর বাড়ছে।

সোনারগাঁও টেক্সটাইলের গত ৯ ডিসেম্বর শেয়ার দর ছিল ২৬.০০ টাকায়। যা ৭ জানুয়ারি লেনদেন শেষে দাঁড়িয়েছে ৩০.৮০ টাকায়। অর্থাৎ গত ১ মাসে শেয়ারটির দর বেড়েছে ৪.৮০ টাকা বা ১৮ শতাংশ।

লিগ্যাসি ফুটওয়্যারের গত ১১ ডিসেম্বর শেয়ার দর ছিল ৪৭.৮০ টাকায়। যা ৩০ ডিসেম্বর লেনদেন শেষে দাঁড়ায় ৬১.১০ টাকায়। ১১ কার্যদিবসে শেয়ারটির দর বাড়ে ১৩.৩০ টাকা বা ২৮ শতাংশ।

এভাবে কোম্পানি দুইটির শেয়ারের দাম বাড়াকে অস্বাভাবিক বলে মনে করে ডিএসই কর্তৃপক্ষ।

ঢাকা/এনটি/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়