ডিএসইতে সূচক বাড়লেও সিএসইতে কমেছে
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে। এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। তবে, ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বাড়লেও সিএসইতে কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৯৪ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৩.৫৮ পয়েন্ট কমে ১ হাজার ১৬১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩.২৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৪০০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৫৭টি কোম্পানির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত আছে ৮৭টির।
এদিন ডিএসইতে মোট ৩২৪ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩০৭ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১৪.৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৭৯৭ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ২০.৩৯ পয়েন্ট কমে ১৪ হাজার ৪৫৯ পয়েন্টে, শরিয়াহ সূচক ০.৩২ পয়েন্ট বেড়ে ৯৩৩ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৪৬.৯৬ পয়েন্ট কমে ১১ হাজার ৯১৭ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে ২১৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৮২টি কোম্পানির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত আছে ২৭টির।
দিন শেষে সিএসইতে ৭ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
ঢাকা/এনটি/রফিক