পুঁজিবাজার: সূচকের পতন, বেড়েছে লেনদেন
দেশের ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৩ জানুয়ারি) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে।
এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে, সিএসইতে কমেছে। তবে এদিন উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪.৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৫১ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ০.৬১ পয়েন্ট কমে ১ হাজার ১৫৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ০.৯৪ পয়েন্ট কমে ১ হাজার ৯০৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৪০০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৯১টি কোম্পানির, কমেছে ২৭৪টির এবং অপরিবর্তিত আছে ৬২টির।
এদিন ডিএসইতে মোট ৩৯৭ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৭১ কোটি টাকার শেয়ার ও ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১৯.৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৭৬৬ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৩৮.৯৬ পয়েন্ট কমে ১৪ হাজার ৪০১ পয়েন্টে, শরিয়াহ সূচক ৩.২৩ পয়েন্ট কমে ৯২৯ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১.০৭ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৮৫৪ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে ১৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৫০টি কোম্পানির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত আছে ৩০টির।
দিন শেষে সিএসইতে ৫ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
ঢাকা/এনটি/এনএইচ