পুঁজিবাজারে নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই-সিএসই) কেন্দ্রীয় ব্যাংকের ইস্যু করা নতুন ২ বছর মেয়াদের ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) থেকে উভয় স্টক এক্সচেঞ্জে ট্রেজারি বন্ডটির লেনদেন শুরু হয়েছে।
ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, নতুন বন্ডটির নাম হলো- ‘‘02Y BGTB 08/01/2027’’। ডিএসই ও সিএসইতে বন্ডটির লেনদেন কোড- ''TB2Y0127'' এবং ডিএসইতে স্ক্রিপ্ট কোড- "88526" ও সিএসইতে ট্রেডিং আইডি- ''50292''।
‘এ’ ক্যাটাগরিতে ডিএসই’র ডেবট বোর্ডের অনুমতি সাপেক্ষে বন্ডটির মেয়াদ আগামী ২০২৭ সালের ১ আগস্ট শেষ হবে। বন্ডটির প্রতি ইউনিটের মূল্য ১০০.৪৬০১ টাকা এবং অভিহিত মূল্য ১০০ টাকা। বন্ডের মার্কেট লট ১০০০টি করে। এই বন্ড ১২.১২ শতাংশ হারে বছরে ২ বার কুপন দেবে।
ঢাকা/এনটি/ইভা