ঢাকা     বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২৮ ১৪৩১

সামিট অ্যালায়েন্সের সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের শিপিং ব্যবসা শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৯, ২০ জানুয়ারি ২০২৫  
সামিট অ্যালায়েন্সের সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের শিপিং ব্যবসা শুরু

ফ্রেইট ফরওয়ার্ডিং ও শিপিং এজেন্সির ব্যবসা শুরু করেছে পুঁজিবাজারে সেবা ও আবাসন খাতে তালিকাভুক্ত কোম্পানি সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান কন্টেইনার ট্রান্সপোর্টেশন সার্ভিসেস লিমিটেড।

সোমবার (২০ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কন্টেইনার ট্রান্সপোর্টেশন সার্ভিসেস লিমিটেড গত জুলাইয়ে হেলম্যান ওয়ার্ল্ডওয়াইড লজিস্টিকসের (হেলম্যান) স্থানীয় এজেন্ট হিসেবে ব্যবসা শুরু করলেও সোমবার (২০ জুলাই) তা জানানো হয়েছে। ওই ব্যবসার ইতিবাচক প্রতিফলন সামিট অ্যালায়েন্সের চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০২৪) আর্থিক হিসাবে পড়েছে বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

হেলম্যান ওয়ার্ল্ডওয়াইড লজিস্টিকস ইন্টারন্যাশনাল জিএমবিএইচের ব্যবসায়িক কার্যক্রম জোরদার এবং বাংলাদেশে সরাসরি উপস্থিতি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে ১৯ জানুয়ারি একটি শেয়ার সাবস্ক্রিপশন চুক্তি করেছে কন্টেইনার ট্রান্সপোর্টেশন সার্ভিসেস লিমিটেড।

ঢাকা/এনটি/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়